Dolancer এর Click to Earn কোনো PTC নয় !!
প্রথমে আসসালামু আলইকুম, আশা করি আল্লাহ তা’আলা এর রহমাতে ভাল আছেন।
Dolancer এ যারা কাজ করে বা যারা মাকের্টিয় করে থাকে তারা হয় ভুল করে বা হয় না বুঝে বলে থকে Dolancer একটি "PTC Site (Paid to Click)"। আমি মরে করি, Dolancer এর প্রায় 98% এর উপর ল্যানসার এ ভুলটি করে থাকে। ফলে তারা Dolancer এর কাজের অনুরুপ বলতে গিয়ে PTC এর সাথে তুলনা করে। এ জিনিসটা 100% FALSE! ডুলেন্সার কোনো PTC কম্পানী নয়, এটি একটি Freelancing কম্পানী এবং পৃথিবীর সবচেয়ে বড় Website Leasing কম্পানী।
চুলুন আমরা PTC এবং Click to Earn এর মাঝে পার্থক্য ছবিসহ আলোচনা করি: