Dolancer এর Click to Earn কোনো PTC নয় !!
প্রথমে আসসালামু আলইকুম, আশা করি আল্লাহ তা’আলা এর রহমাতে ভাল আছেন।
Dolancer এ যারা কাজ করে বা যারা মাকের্টিয় করে থাকে তারা হয় ভুল করে বা হয় না বুঝে বলে থকে Dolancer একটি "PTC Site (Paid to Click)"। আমি মরে করি, Dolancer এর প্রায় 98% এর উপর ল্যানসার এ ভুলটি করে থাকে। ফলে তারা Dolancer এর কাজের অনুরুপ বলতে গিয়ে PTC এর সাথে তুলনা করে। এ জিনিসটা 100% FALSE! ডুলেন্সার কোনো PTC কম্পানী নয়, এটি একটি Freelancing কম্পানী এবং পৃথিবীর সবচেয়ে বড় Website Leasing কম্পানী।
চুলুন আমরা PTC এবং Click to Earn এর মাঝে পার্থক্য ছবিসহ আলোচনা করি:
বর্তমানে PTC Website গুলোর মধ্যে সবচেয়ে নামকরা তিনটি সাইট হল NEOBUX ও CLIXSENSE এবং CLICKSIA এদের Home Page গুলো দেখা যাক।
ছবিটি বড় করতে চাইলে ছবিটিতে ক্লিক করেন।
আপনারা খেয়াল করে দেখুন, এসব সাইটে রেজিস্টার করার দুটি অপশান খাকে। একটি হচ্ছে "ADVERTISER হিসেবে অর্থাৎ যারা এডভারটাইজমেন্ট সাবমিট করতে আগ্রহী "এবং আরেকটা হচ্ছে "MEMBER হিসেবে অর্থাৎ যারা ADVERTISEMENT দেখতে আগ্রহী।"
এখন এ সকল PTC সাইটের লাভ
আপনারা খেয়াল করে দেখুন, এসব সাইটে রেজিস্টার করার দুটি অপশান খাকে। একটি হচ্ছে "ADVERTISER হিসেবে অর্থাৎ যারা এডভারটাইজমেন্ট সাবমিট করতে আগ্রহী "এবং আরেকটা হচ্ছে "MEMBER হিসেবে অর্থাৎ যারা ADVERTISEMENT দেখতে আগ্রহী।"
এখন এ সকল PTC সাইটের লাভ
ধরুন, আমি একজন ADVERTISER এবং আপনি একজন সাধারন MEMBER। আমি আমার প্রোডাক্ট এর এড NEOBUX এ সাবমিট করলাম এই হিসেবে যে প্রতি ভিজিট = .০০২ পয়সা। এখন NEOBUX আপনাকে ঐ এড দেখতে দিলো .০০১ পয়সায়। তাহলে দেখুন NEOBUX এর লাভ থেকে যাচ্ছে প্রতি ভিজিটে .০০১ পয়সা!! এভাবেই মূলত একজন ADVERTISER এবং একজন VISITOR এর মাঝে সমঝোতা করেই সকল PTC সাইট ইনকাম করে।
এবার DOLANCER এর Home Page টা একটু দেখি
এবার দেখুন, Dolancer এর রেজিষ্টার অপশানস দুইটা যা অন্যান্য Freelancing সাইটের মতই Worker(কর্মকর্তা) হিসেবে নতুবা Job Submitter(কাজ দাতা) হিসেবে। আমি চাইলেও এখানে Advertiser হিসেবে Sign Up করে এড দিতে পারছি না অর্থাৎ আমরা Dolancer এর Click to Earn এ যত ওয়েবসাইট দেখছি তা অন্য কোনো ADVERTISER প্রদান করে নি স্বয়ং Dolancer ই দিয়েছে। অথ্যাৎ এসব ওয়েব সাইটকে লিজ হিসেবে দেওয়া হয় এবং তা ভিজিট করে রাংক বাড়ান হয়।
সুতরাং Dolancer সকল PTC সাইটের মত MEMBER ও ADVERTISER এর মধ্যে সমঝোতা করে কোনো অর্থ আয় করছে না। তাহলে Dolancer.com একটি PTC সাইট এ বক্তব্যটি পুরোটাই ভুয়া। আপনি শত চেষ্টা করেও ডুলেন্সারের হোম পেজে কোথাও PTC এর নাম গন্ধও পাবেন না। সুতরাং একে শুধু Freelancing এবং Website Leasing এর সাইট বলা বাহুল্য। অতএব অনুগ্রহ করে আজ থেকে Dolancer এর Website এর সাথে PTC এর তুলনা দেওয়া থেকে বিরত থাকুন।
যদি এই টর্পিকটি আপনাদের কোন উপকার করে তবে "comment"করবেন। আর যদি "comment" করতে কোন একাউন্ট চায় এবং তা যদি আপনার না থাকে তবে “Anonymous” প্রফাইলটি বেছে comment করুন।আর যদি সম্ভাব হয় তবে আমাদের সাথে "FACEBOOK" এ Join করুন।
আল্লাহ তা’আলা "Dolacer" এবং "আমাদের" সহায় হউক। খোদা হাফেজ।।
।। আসসালামু আলইকুম ।।
0 comments:
Post a Comment